দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী এলাকার হোটেল জাকারিয়ায় একদল দুর্বৃত্তের হামলায় দুই নারী আহত হয়েছেন এবং হোটেলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের বনানী থানার আহ্বায়ক মনির হোসেনসহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) রাতে। পরদিন বুধবার (২ জুলাই) হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

হোটেলটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলায় উল্লেখ করেন, হামলাকারীরা হোটেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ ছাড়া নগদ ৭০ হাজার টাকা, বার থেকে প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় এক ব্যক্তি তার পথরোধ করে আঘাত করেন, ফলে তিনি পড়ে যান। তার পেছনে থাকা আরও এক নারীকে ধাওয়া করে ফেলে দেওয়া হয়। এরপর ৮-১০ জন হামলাকারী মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে বেধড়ক মারধর করে। ভিডিওতে নারীদের আর্তচিৎকার ও হোটেল ভাঙচুরের শব্দ স্পষ্ট শোনা যায়।

বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।