অনেকে জামানত বাজেয়াপ্তের ভয়ে আনুপাতিক নির্বাচন চান: সালাহউদ্দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় অনেকেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চাইছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “মৌলিক সংস্কার ও সুষ্ঠু বিচার না হলে তারা (এনসিপি) নির্বাচনে অংশ নেবে না। তারা বলছে, ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না, পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। নির্বাচন করার জন্য আমাদের কী কী করতে হবে, সেই পরামর্শ দিলেই হয়। শুধু করবা না, করবা না বললে কী হবে?”
তিনি আরও যোগ করেন, “আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই। আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি—এই কথাগুলো কারা বলছে, যারা নির্বাচনে আসলে জামানত না থাকার কথা, তারা বলছে। আনুপাতিক নির্বাচনের এসব বয়ান তারা দিচ্ছে। ”
আওয়ামী লীগের ‘চেতনার’ রাজনীতির সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। ”
উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার শপথ আছে, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন তারেক রহমান, আমাদের সবার নেতা বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবজ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিবর্তন করবেন, সেই রাষ্ট্র গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ”
সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐক্যই আমাদের শক্তি, যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাবিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় সবাই ঐক্যবদ্ধ থাকব, সমস্ত জাতি ঐক্যবদ্ধ থাকব, সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাব। ”
গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয়। ”
সালাহউদ্দিন আহমদ বলেন, “সেই ঐক্যকে ধরে রেখে আমরা সবাই গণতান্ত্রিকভাবে প্রয়োজনে আমরা দ্বিমত পোষণ করব। আমরা সবাই মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব। সেই রাস্তা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার রাস্তা, সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রাস্তা। ”