দিরিপোর্ট২৪ ডেস্ক : ইসরাইলি জেলে আত্মীয়দের আটকে রাখার ক্ষোভে এক ইসরাইলি সৈন্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে ১৬ বছর বয়সি এক ফিলিস্তিনি। খবর আলজাজিরা ও বিবিসির।

উত্তর ইসরাইলের আফুলায় এক যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। এ অঞ্চলের কাছেই পশ্চিম তীরে গত জুলাইয়ে ১০ ফিলিস্তিনি ও তিন ইসরাইলি সৈন্য নিহত হয়।

ছুরিকাঘাতে আহত হওয়ার পর ২০ বছর বয়সি ঐ সৈন্যকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

এ হত্যার ঘটনায় হামাসের এক মুখপাত্র জানায়, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ কোনো যুবক এ হামলা চালিয়ে থাকতে পারে।

ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ফিলিস্তিনির ইসরাইলে ঢোকার অনুমোদন নেই। সম্ভবত সে কোনো গাড়িতে চড়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরাইলি সৈন্যবাহী গাড়িতে আক্রমণ করে। আত্মীয় ইসরাইলি জেলে বন্দী থাকার ক্ষোভে সে এ কাজ করে থাকতে পারে বলে ইসরাইলি সেনার এক মুখপাত্র জানান।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)