দ্য রিপোর্ট ডেস্ক:  লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে ১৯৩ রানের টার্গেট তাড়ায় ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

 

সেই অবস্থা থেকে দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান রবিন্দ্র জাদেজা। তিনি লেজের ব্যাটসম্যানদের নিয়ে ২৬৬ মিনিট তথা ৪ ঘণ্টা ২৬ মিনিট ব্যাট করে দলের পরাজয় এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।

কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় বোলারদের নিয়ে লড়াই করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি জাদেজা। তিনি ১৮১ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে পেস বোলার মোহাম্মদ সিরাজ আউট হয়ে যাওয়ায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

লর্ডসে ভারতের ব্যাটিং বিপর্যয়ে ইংলিশ বোলারদের সামনে একাই প্রতিরোধ গড়ে তোলেন রবিন্দ্র জাদেজা। কিন্তু লেজের ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছেন।

অষ্টম উইকেটে নিতিশ কুমার রেড্ডির সঙ্গে ৯১ বলের জুটিতে জাদেজা গড়েন ৩০ রানের পার্টনারশিপ। এরপর পেস বোলার জসপ্রিত বুমরাহর সঙ্গে নবম উইকেটে ১৩২ বলে গড়েন ৩৫ রানের জুটি।

এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা পেস বোলার মোহাম্মদ সিরাজের সঙ্গে ৮০ বলে ২৩ রানের জুটি গড়েন জাদেজা। কিন্তু দুভার্গ্য ভারতের। ইংল্যান্ডের পেসার শোয়েব বশিরের করা বলটি আত্মবিশ্বাসের সাথেই মোকাবেলা করেন সিরাজ।

বল তার ব্যাটে লেগে তার পায়ের কাছ দিয়ে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে পেছনে গিয়ে স্টাম্পে আঘাত হানে। সঙ্গে সঙ্গে স্টাম্পের বেল পড়ে যায়। তখন জয়ের উল্লাসে মেতে ওঠেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আর হতাশায় মাঠেই বসে পড়েন রবিন্দ্র জাদেজা।

৮২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুল আউট হওয়ার পর একাই দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান জাদেজা। দলের নিশ্চিত পরাজয় জেনেও তার আত্মবিশ্বাসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে।

ভারত লর্ডস টেস্টে ১৯৩ রানের টার্গেট তাড়ায় ২২ রানে হারলেও ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছেন রবিন্দ্র জাদেজা। তিনি খাদের কিনারা থেকে দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয় উপহার দিতে পারেননি।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ৩৮৭ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সমান ৩৮৭ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ১৯৩ রান। কিন্তু ৮২ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ভারত; রবিন্দ্র জাদেজার ৬১ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৭০ রান তুলতে সমর্থ হয়।

সিরিজের প্রথম টেস্টে হ্যাডিংলিতে ৫ উইকেটে জয় পায় স্বাগিতক ইংল্যান্ড। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে (১-১) সতায় ফেরে ভারত। লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।