পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়।
এদিকে, গত ১৫ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। গতকাল ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। বিএফআইইউর বিশেষ অভিযানে গত আগস্টের পর ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কী কী সুবিধা নিয়েছেন সেগুলো খতিয়ে দেখতে তথ্য উপাত্ত নেয় সংস্থাটি। এর মধ্যে আজ ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের খবর পাওয়া গেলো।