দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকার উত্তরায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে প্রথম এই ঘটনার খবর প্রকাশ করে। শুরুতে একজন নিহতের কথা বলা হলেও পরে তা সংশোধন করে ১৯ জনের মৃত্যুর বিষয়টি জানায় তারা।

মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। নিউজউইক-ও একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট, পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন—সবগুলো সংবাদমাধ্যমই দুর্ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তুলে ধরে।

ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া-সহ দেশটির প্রায় সব প্রধান সংবাদমাধ্যমেই উত্তরা ট্র্যাজেডির খবর স্থান পায়।

এই দুর্ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই আলোড়ন তুলেছে। দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।