সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না: নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। সরকার সঠিক সময়ে দায়িত্বশীল মানবিক আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ বলেন, সরকার সঠিক সময়ে দায়িত্বশীল আচরণ করতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে সচিবালয়ের ঘটনা আপনারা দেখেছেন। সরকার আরও দায়িত্বশীল মানবিক আচরণ করতে পারত।
তিনি আরও বলেন, আমরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানাচ্ছি। দ্রুত সময়ে এগুলো বাস্তবায়ন করা উচিত।
এনসিপির আহ্বায়ক বলেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। রাত ৩টা-৪টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে জানতে হচ্ছে। অন্য উপদেষ্টারা ফোনে পাচ্ছে না। একটা দেশের যদি এমন অবস্থা হয়, জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই। এমন সংকটে শিক্ষার্থীরা ট্রমাটাইজ। এরমধ্যে পরীক্ষা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, দায়িত্বশীল আচরণ করলে সেটা তৈরি হতো না।
তিনি আরও বলেন, আমরা লাশ গুম করার একটি বক্তব্য দেখেছি। সেখানে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কী৷ ওই সময়ে শিক্ষক শিক্ষার্থী কতজন সেখানে উপস্থিত ছিল সেটা আসলে প্রকাশ করা উচিত। কত ক্যাজুয়ালিটি সেটা আপডেট করা উচিত। যাতে এ ধরনের গুজব এবং লাশ গুমের ঘটনা আসলে না ঘটে। সরকারকে সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত।
ভুক্তভোগীদের পুনর্বাসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা আজীবন এই ক্ষত বইয়ে বেড়াবে। তাই তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা প্রয়োজন। এর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে পুরো ঘটনা তদন্ত হওয়া দরকার। এতে স্কুল কমিটি, বিশেষজ্ঞরাও যেন থাকে।