শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ওভাল টেস্ট

দ্য রিপোর্ট ডেস্ক: হ্যারি ব্রুকের তোলা ক্যাচ দারুণভাবেই হাতে জমিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ভারসাম্য হারিয়ে তার পা ছুঁয়ে ফেলে সীমানারেখা। আউট হওয়ার বদলে ব্রুক উপহার পেলেন ছক্কা।
সিরাজের ভুলে ১৯ রানে জীবন পাওয়া ব্রুক পরে ভারতকে হতাশায় ডুবিয়ে টর্নেডো ব্যাটিংয়ে মাত্র ৯১ বলে তুলে নেন ক্যারিয়ারের দশম টেস্ট শতক। জো রুট পান টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৩৯তম সেঞ্চুরির দেখা।
রোববার দ্য ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থদিনে ব্রুক ও জো রুটের অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচ ও সিরিজ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় চার উইকেটে তারা তুলে ফেলেছিল ৩৩২ রান। কিন্তু ব্রুকের পর রুট ও জ্যাকব বেথেলকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলে ভারত।
দু’দলের সম্ভাবনা যখন প্রায় সমান-সমান, তখনই ওভালের রোমাঞ্চে বাগড়া দেয় বৃষ্টি। আলোক সল্পতা ও বৃষ্টিতে চতুর্থদিনের অকাল সমাপ্তির সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ছয় উইকেটে ৩৩৯ রান। জেমি স্মিথ দুই ও জেমি ওভারটন শুন্য রানে অপরাজিত।
আজ শেষ দিনে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে স্বাগতিকদের দরকার ৩৫ রান। অন্যদিকে ২-২ সমতায় সিরিজ শেষ করতে ভারতের চাই চার উইকেট। চোটে ম্যাচ থেকে ক্রিস ওকস ছিটকে যাওয়ায় আজ কার্যত তিন উইকেট পেলেই চলবে ভারতের। কাল প্রসিধ কৃষ্ণা তিনটি ও সিরাজ নেন দুই উইকেট। এর আগে এক উইকেটে ৫০ রান নিয়ে চতুর্থদিন শুরু করা ইংল্যান্ড ১০৬ রানে হারিয়েছিল তৃতীয় উইকেট। বেন ডাকেট ৫৪ ও ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ আউট হন ২৭ রানে।
এরপর চতুর্থ উইকেটে ২১১ বলে ১৯৫ রানের মহাকাব্যিক জুটিতে ম্যাচের রং বদলে দেন ব্রুক ও রুট। ৯৮ বলে ১১১ রান করা ব্রুকের বিদায়ে ভাঙে এই জুটি। আকাশ দীপের বলে সেই সিরাজের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ব্রুক। এরপর শেষ সেশনে রুটকে ১০৫ রানে থামিয়ে ভারতে ম্যাচে ফেরান প্রসিধ।