বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ইউটিউব লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করা হয়েছে। বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এতে পাওয়া যাবে। বিনিয়োগ শিক্ষার প্রসার এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd) হোমপেজে গিয়ে নিচে স্ক্রল করলে ডানপাশে ‘সকল বাতায়ন’ মেনু পাওয়া যাবে। উক্ত মেনু হতে যেকোন বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন অপশনে ক্লিক করলে উক্ত বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন ওয়েবসাইটে যাওয়া যাবে। ওয়েবসাইটের হোমপেজে নিচে গেলে ডানপাশে বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক পাওয়া যাবে। বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এতে পাওয়া যাবে।
উদাহারণসরূপ Bangladesh.gov.bd ওয়েবসাইটে নিচে স্ক্রল করলে ডানপাশে ‘সকল বাতায়ন’ লেখা একটি অপশন দেখা যায়। ওখানে চট্টগ্রাম বিভাগ ক্লিক করলে (https://chattogramdiv.gov.bd/) চট্টগ্রাম বিভাগের হোমপেজ আসবে। হোমপেজের নিচে গেলে ডানপাশে ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ লেখার সাথে ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি বিবিধ কার্যক্রম গ্রহণ করেছে, যার আওতায় বিনিয়োগ শিক্ষার প্রাথমিক ধারণা, গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা, তথ্যচিত্র ও ভিডিও কনটেন্ট বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (http:// www.finlitbd.com) ও ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@financialliteracyprogramba6178) চালু রয়েছে। সঠিক বিনিয়োগ শিক্ষার ফলে আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া এবং সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার দ্বৈত সুবিধা পাওয়া যায়। বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের বিভিন্ন বিনিয়োগ পণ্যে উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে তাদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
বিনিয়োগ শিক্ষার বিকাশ ও প্রসারের মাধ্যমে আগামীতে দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আরো ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে বিএসইসি আশা করে।