পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির।
এদিন ডিএসইতে মোট ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০.৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট বেড়ে ৯৫০.৫৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২.১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
সিএসইতে ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।