কাওসার আজম, রোডমার্চ গাড়িবহর থেকে : পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে গণতান্তিক বাম মোর্চার তিন দিনব্যাপী রোডমার্চ বগুড়ায় পৌঁছেছে। মঙ্গলাবার রাত পৌনে ৭টায় বগুড়া ঠনঠনিয়া বাজারে পৌঁছে রোডমার্চের গাড়িবহর।

সেখান থেকে পায়ে হেঁটে ও মিছিলসহকারে সন্ধ্যা ৭টায় বগুড়ার সাতমাথায় পূর্বনির্ধারিত সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা।

এর আগে, বিকেল ৫টায় রোডমার্চের গাড়িবহর বঙ্গবন্ধু সেতু পার হয়।

৮টি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চার এই রোডমার্চে শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে মঙ্গলবার বিকেল ৫টায় পথসভা শেষে সন্ধার আগেই বগুড়ার সাতমাথায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সমাবেশ শেষে বগুড়াতে রাত্রীযাপন শেষে বুধবার সকাল রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্চ গাড়িবহর।

বুধবার রংপুরে রাত্রীযাপন শেষে বৃহস্পতিবার বিকেলে তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী বাজারে সমাবেশের মাধ্য রোডমার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে রোডমার্চের যাত্রা শুরু হয়।

দুপুর দেড়টার দিকে গাজীপুর চৌরাস্তা ও বিকেল ৪টার দিকে টাঙ্গাইল পৌরশহরে পথসভা করে বাম মোর্চা। এতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনাইদ সাকি, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুল সাত্তার, কেন্দ্রীয় নেতা সাইফুল হক, সুধাংশু চক্রবর্তীসহ অনেকে উপস্থিত রয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এমএআর/এপ্রিল ০৮, ২০১৪)