আমানউল্লাহ আমান, দিরিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিতরণে চতুর্থ দিন বুধবার মনোনয়নপত্র সংগ্রহে ভাটা পড়তে দেখা গেছে।

বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রবিবার ঢাক-ঢোল পিটিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভাটা পড়তে থাকে উৎসাহে, মনোনয়নপত্র সংগ্রহে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও মনোনয়ন বিতরণ উপ-কমিটির সদস্য সচিব এডভোকেট মৃণাল কান্তি দাস জানান, বুধবার পর্যন্ত ১৭৭৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে দলীয় কোষাগারে জমা হয়েছে ৪ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা। এ পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে ১২৯১টি।

মনোনয়নপত্র বিতরণের চতুর্থ দিন বুধবার সাত বিভাগে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৯৩টি। জমা পড়েছে ৪৮৫টি। এ থেকে আয় হয়েছে ৭৩ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ঢাকা বিভাগে ৯৭টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী বিভাগে ৩৫টি, সিলেট বিভাগে ৯টি, চট্টগ্রাম বিভাগে ৬২টি, বরিশাল বিভাগে ৩২টি ও খুলনা বিভাগে ২৮টি।

তৃতীয় দিন মঙ্গলবার সাত বিভাগে বিক্রি হয় ৩২২টি মনোনয়নপত্র, জমা পড়ে ৪৭২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি, রংপুর বিভাগে ২৪টি, রাজশাহী বিভাগে ৩২টি, সিলেট বিভাগে ২৭টি, চট্টগ্রাম বিভাগে ৫৬টি, বরিশাল বিভাগে ৩৪টি ও খুলনা বিভাগে ৩৪টি। যা থেকে ৮০ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে।

দ্বিতীয় দিন সোমবার সাতটি বিভাগে মনোনয়নপত্র বিক্রি হয় ৪৭৬টি। জমা পড়ে ৩১২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১২৬টি, রংপুর বিভাগে ৪৬টি, রাজশাহী বিভাগে ৫৭টি, সিলেট বিভাগে ৩৪টি, বরিশাল বিভাগে ৫৩টি, চট্টগ্রাম বিভাগে ১০৪টি ও খুলনা বিভাগে ৫৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছ। যা থেকে সংগ্রহ হয় ১ কোটি ১৯ লাখ টাকা।

প্রথম দিন রবিবার সাতটি বিভাগে ৬৭৮টি মনোনয়নপত্র বিক্রি হয়। জমা পড়ে ২২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫টি, রংপুরে ৮০টি, রাজশাহীতে ৭৫টি, বরিশালে ৫৮টি, খুলনায় ৯৫টি, চট্টগ্রামে ১০৩টি এবং সিলেটে ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়। যা থেকে ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ হয়।

(দিরিপোর্ট/এইউএ/এসবি/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)