সেনাবাহিনী আমাকে অপহরণ করেছিল : মুরসি
দিরিপোর্ট২৪ ডেস্ক : মিসরের অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, ‘সেনাবাহিনী ২ জুলাই রাতে আমাকে অপহরণ করেছিল।’ এরইসঙ্গে তাকে অপসারণ করা ছিল পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন তিনি। মুরসির সঙ্গে কারাগারে দেখা করা একদল স্বেচ্ছাসেবী আইনজীবী বুধবার এক সংবাদ সম্মেলনে মুরসির বরাত দিয়ে এ কথা বলেন। খবর আলজাজিরার।
মুরসি বলেন, ‘এ সেনাশাসনের অপসারণ না হলে দেশে স্থায়ী শান্তি আসবে না; হত্যা, রক্তপাত বাড়তেই থাকবে।’
লিখিত বক্তব্যে মুরসি জানান, ২ জুলাই সেনাবাহিনী তাকে অপসারণ করার পর রিপাবলিকান গার্ড তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর চার মাস তাকে একটি নৌবাহিনীর ঘাঁটিতে রাখা হয়।
প্রসঙ্গত, মুরসিকে এখন আলেকজান্দ্রিয়ার একটি কারাগারে রাখা হয়েছে। সেখানে আইনজীবীদের একটি দল মঙ্গলবার তার সঙ্গে দেখা করে এ বিবৃতি প্রকাশ করে।
মুরসির সঙ্গে দেখা করা আইনজীবী মোহাম্মদ আল-দামাতি বলেন, ‘মুরসি সেনাশাসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন।’
(দিরিপোর্ট২৪/এসকে/নভেম্বর ১৩, ২০১৩)