চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীরা।

সংগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে এ সব কর্মসূচি পালন করা হয়।

রোমেনা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রতন আলী মিয়া, রতন কুমার নাথ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, হাসপাতালটি স্বায়ত্তশাসনের আওতায় আনা হলে কর্মকর্তা-কর্মচারীদের হয়তো ছয় মাস কিংবা এক বছর কষ্ট হবে। কিন্তু সাধারণ গরীব রোগীদের দুর্ভোগ হাজার গুন বেড়ে যাবে। তাই সরকারের উচিত অন্য কোনো জায়গায় স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় করা।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় কিংবা স্বায়ত্তশাসন হলে হাসপাতালের কী অবস্থা হয় যারা পিজি হাসপাতালে গেছে তারা জানেন। পাঁচ কোটি মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় না রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে স্বায়ত্ত্বশাসিত করা যাবে না।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/আরকে/এপ্রিল ৯, ২০১৪)