দিরিপোর্ট প্রতিবেদক : শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা দিতে সম্মত হয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।

শ্রম সচিব মিকাইল শিপার গণমাধ্যমে বুধবার রাতে এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বিজিএমইএ মজুরি বোর্ড নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে রাজি হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার অনুরোধে বিজিএমইএ নেতারা এ সিদ্ধান্ত নেন।

অপরদিকে কারখানা মালিক সমিতি বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজীমও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার পর তাদের একটি বৈঠক হয়েছে। সেখানেই এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।

বোর্ডের ঘোষণা অনুযায়ী, শ্রমিকদের ন্যূনতম মজুরির মধ্যে বেসিক বেতন হবে ৩ হাজার ২০০ টাকা, বাসাভাড়া ১ হাজার ২৮০ টাকা, চিকিৎসা খরচ ধরা হয়েছে ৩২০ টাকা, যাতায়াত ২০০ টাকা। অন্যান্য খরচ ধরা হয়েছে ৩০০ টাকা।

(দিরিপোর্ট/ওএস/এএস/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)