হরতাল-বোমায় আহত আবুল কাসেমের মৃত্যু
দিরিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয়দিন পেট্রল বোমায় আহত ফেনীর আবুল কাসেম (৫০) অবশেষে মারা গেলেন।
তার বড় ছেল রবিউল হক কাওসার জানান, ১২ নভেম্বর হরতালে ফেনীর ফুলগাজী থানার উত্তর শ্রীপুর গ্রাম থেকে রিকশাযোগে মুন্সীরহাট বাজারে যাচ্ছিলেন তার বাবা। বিকেল ৪টায় মুন্সীরহাট বাজারের কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় তিনি আহত হন। এতে তার শরীরের ৭৬ ভাগ পুড়ে যায়।
ওই তিন রাত সাড়ে ১০টায় আবুল কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
(দিরিপোর্ট/এসআর/এএস/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)