চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুন্ড সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাংলাবাজার এলাকার বেড়িবাঁধ থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার দ্য রিপোর্টকে বলেন- সন্ধ্যার দিকে সোনাইছড়ি বাংলাবাজার সাগর উপকূলে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা সীতাকুন্ড পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কয়েকদিন পূর্বে আরফিন এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকের মৃতদেহ হতে পারে এটি।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এনআই/এপ্রিল ০৯, ২০১৪)