দিরিপোর্ট ডেস্ক : ভারতে কর্নাটকে একটি বিলাসবহুল বাসে আগুনে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বাসটি বাঙ্গালোর থেকে মুম্বাই যাচ্ছিল।

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে কর্নাটকের হাভেরি শহরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে বাসটির ডিজেল ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

বাসটিতে ৪৯ জন যাত্রী ছিল। মৃত যাত্রীদের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, পুড়ে যাওয়া মৃতদেহগুলো চেনার উপায় নেই।

আহতদের হাভেরি জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে কর্নাটকের মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৩০ অক্টোবর বাঙ্গালোর থেকে হায়াদ্রাবাদমুখি একটি বাসে আগুন লাগলে ৪৫ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

(দিরিপোর্ট/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)