প্রথম জানাজা সম্পন্ন
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক এবিএম মূসার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব রাজধানীর ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার নিজ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।
এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
৮৩ বছর বয়সী প্রখ্যাত এই সাংবাদিক ও কলাম লেখক বেশ কয়েক দিন আগে থেকেই ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে (হৃদরোগের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/এনআই/এপ্রিল ০৯, ২০১৪)