রাজশাহীতে শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ৪ পুলিশ
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিয়ে রাস্তার উপর ইট ভাঙতে শুরু করে। এ সময় ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে তারা কয়েকটি হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ রবার বুলেট, কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।জিয়াউর রহমান বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ায় সময় চার পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
(দিরিপোর্ট২৪/ওএস/এমডি/জেএম/অক্টোবর ১০, ২০১৩)