দিরিপোর্ট২৪ ডেস্ক : রাজশাহী মহানগরে বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে ৪ পুলিশ। বেলা সাড়ে ১২টার দিকে নগরীর রানীবাজার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিয়ে রাস্তার উপর ইট ভাঙতে শুরু করে। এ সময় ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে তারা কয়েকটি হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ রবার বুলেট, কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।জিয়াউর রহমান বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ায় সময় চার পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমডি/জেএম/অক্টোবর ১০, ২০১৩)