মূসার মৃত্যুতে ‘ল’ রিপোর্টার্স ফোরামের শোক
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃত এবিএম মূসার মৃত্যুতে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম শোক প্রকাশ করেছে।
ফোরামের সভাপতি এম বদিউজ্জামান ও সম্পাদক জাহিদুল ইসলাম বুধবার লিখিত বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার রিপোর্টিং সাংবাদিকতায় উদাহরণ হয়ে রয়েছে। তার হাতেই দেশের সাংবাদিকতা ভিন্ন মাত্রা পেয়েছে। এ ছাড়া তার নীতি নৈতিকতা ও আর্দশ সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বরেণ্য এ সাংবাদিকের মৃত্যুতে এই পেশা একজন অভিভাবক হারিয়েছে। সেই সঙ্গে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/আরকে/এপ্রিল ০৯, ২০১৪)