পুরান ঢাকায় শিবিরের মিছিল
দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রশিবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে শুরু হয়ে বংশালে গিয়ে শেষ হয়। মিছিল থেকে বাস, সিএনজি অটোরিকশাসহ ১৫টি গাড়ি ভাংচুর ও ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই অনন্ত জানান, শিবিরকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ১০টি ককটেল ছুড়ে মারে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য ৩০ থেকে ৩৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে।
উল্লেখ্য, জামায়াতের নিবন্ধন বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
(দিরিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)