চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে কর্ণফুলী নদীদূষণের দায়ে খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের পাঁচটি কারখানাকে এক কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

একই ধরনের অপরাধে বেনজ স্টিল মিলস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ জরিমানা করেন।

পরিবেশ অধিদফতরের পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতরের একটি দল কর্ণফুলী থানা এলাকায় এস আলম গ্রুপের পাঁচটি শিল্প-কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় একটি কারখানায়ও ইটিপি চালু না থাকা এবং বর্জ্য অপসারণের মাধ্যমে কর্ণফুলী দূষণের প্রমাণ পায়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কারখানা পরিদর্শন শেষে বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের এক বৈঠকে এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডকে ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা, এস আলম স্টিল মিলস এবং চেমন ইস্পাত লিমিটেডকে ৩৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা, এস আলম ভেজিটেবলকে ১ লাখ ৪ হাজার টাকা, এস আলম কোল্ড রোল স্টিল মিলসকে ২২ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএল/এপ্রিল ১০, ২০১৪)