খুব মন খারাপ, খুব কষ্ট অনুভব করছি
খুব মনে পড়ছে কিংবদন্তি সাংবাদিক এ বি এম মূসা, চিরতরুণ আমাদের প্রিয় মুসা ভাইকে।
নিজে খুব বেশি যোগ্য ছিলেন বলে অন্যের- তরুণদের প্রশংসা করতে পারতেন প্রাণ খুলে, যা আমাদের সমাজে প্রায় বিরল।
মনে পড়ছে অনেক কথা।
আমি উপস্থাপনা করলে তিনি অতিথি হিসেবে আসবেন- এমন শর্ত দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকে অনেকবার। আলোচনা শুনে ফোন করতেন প্রায় নিয়মিত। আমার লেখা উদ্ধৃত করে, প্রশংসা করে প্রথম আলোতে অনেকবার লিখেছেন।
শুধু আমাকে নয়, আরো কারও কারও ক্ষেত্রে তিনি এমন করতেন। 'সাপ্তাহিক'-এর সংখ্যাগুলো পড়তেন, পড়ে প্রশংসা-সমালোচনা-পরামর্শ দিতেন নিয়মিত।
গত কিছুদিন ধরে পড়তে পারছিলেন না। লিখতে পারছিলেন না। টকশোতে আসতে পারছিলেন না।
প্রায়ই বলতেন, আর মনে হয় টকশোতে যাওয়া হবে না! দেশ-বিদেশে সারাজীবন প্রচুর কাজ করেছেন মূসা ভাই। সফল এবং পরিপূর্ণ জীবন তার।
গত প্রায় এক মাস ধরে ভাবছিলাম, মূসা ভাইয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় যাব। কাছাকাছিই থাকি। কিন্তু যাওয়া হয়নি।
অপরাধবোধে ভুগছি! খুব মন খারাপ, খুব কষ্ট অনুভব করছি।
বঙ্গবন্ধুর অতি ঘনিষ্ঠ এ বি এম মূসা সত্য-স্পষ্টভাষী ছিলেন সারাজীবন। এই মানুষটিকে হানিফের মতো চতুর্থ শ্রেণীর হাইব্রিড আওয়ামী লীগারকে দিয়ে অসম্মান করানো হয়েছে- ভাবতেই মনটা বিষাদগ্রস্ত হয়ে ওঠে। এরাই আবার এখন মূসা ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন!
লেখক : সম্পাদক, সাপ্তাহিক