শ্রদ্ধা নিবেদনে জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘ সারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এবিএম মূসাকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এবিএম মূসার মৃতদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। বাদ জোহর এখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মৃতদেহ তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীর কুতুবপুরে নেওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে ড. নাসিম মূসা।
বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন ৮৩ বছর বয়সী দেশবরেণ্য সাংবাদিক এবিএম মূসা।
(দ্য রিপোর্ট/এসআর/জেএম/শাহ/এপ্রিল ১০, ২০১৪)