ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
দিরিপোর্ট প্রতিবেদক : লেনদেনের দুই ঘণ্টায়ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন চলছে। এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকা পরিমাণে লেনদেনে কিছুটা শ্লথ গতি রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২ ঘণ্টায় ব্রড ইনডেক্স ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭২ পয়েন্টে। এ সময় মোট ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টি, কমেছে ৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭০ কোটি ৭০ লাখ টাকার।
এদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০৫ পয়েন্টে। এ সময় মোট ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকার।
(দিরিপোটর্ট২৪/এনটি/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)