ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ
দিরিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ আবারো ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ৫৮ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডে ষষ্ঠবারের মতো নির্বাচিত হলো বাংলাদেশ। এর ফলে আগামী চার বছরের (২০১৪-২০১৭) জন্য বাংলাদেশ ইউনেস্কোর গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে অধিষ্ঠিত হলো।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, গতকাল (বুধবার) প্যারিসে ইউনেস্কোর সদর দফতর অনুষ্ঠিত নির্বাচনে সংস্থাটির ১৯৫ সদস্য দেশের মধ্যে ভোট দেয় ১৮৫টি দেশ। এর মধ্যে ১৫২ ভোট পেয়ে বাংলাদেশ গ্রুপ-৪ (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) এ প্রতিদ্বন্দ্বিতাকারী ৭টি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে।
২০১৩ সালে গ্রুপ-৪ এর ১২ সদস্যের মধ্যে ছয়টি আসন শূন্য হলে ৭টি দেশ সদস্যপদ লাভের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।
ইউনেস্কো সাধারণ সভার ৩৭তম অধিবেশন চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বর্তমান অধিবেশনে পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে রয়েছেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব জনাব মো. মনজুর হোসেন।
(দিরিপোর্ট/আরএমএম/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)