বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদ
চমেকে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিন একঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
এ ছাড়া সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা।
সংগ্রাম পরিষদের সভানেত্রী রোমেনা আক্তার জানান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের এ আন্দোলন চলবে। তিনি প্রতিদিন একঘণ্টা করে কর্মবিরতি পালনের জন্য হাসপাতালের সকল কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএইচও/এমডি/সা/এপ্রিল ১০, ২০১৪)