পাঁচ বিএনপি নেতা আটদিনের রিমান্ডে
দিরিপোর্ট প্রতিবেদক : পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির পাঁচ নেতাকে আটদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মহানগর হাকিম রেজাউল করিম বৃহস্পতিবার সকালে জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ৫ দিন এবং একই থানায় দায়ের করা অপর মামলায় ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদেশের পর বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের মুক্তির দাবিতে আদালতের সামনে মিছিল করেন।
আটক ৫ নেতা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এর আগে প্রয়োজনীয় নথি না থাকায় বেলা পৌনে ১১টার দিকে শুনানি সাময়িকভাবে মুলতবি করেন ঢাকা মহানগর হাকিম। নথিপত্র নিয়ে আসার পর দুপুর ১২টা ৪০ মিনিটে আদালতে শুনানি শুরু হয়।
ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘দুটি মামলার শুনানি একই সঙ্গে হবে। কারণ মামলা দুটির অভিযোগ একই। এ দুটি মামলায় কিছু নেই। আমাদের রাজনীতিবিদদের অপমান করার জন্যই এ মামলা আনা হয়েছে।’
মওদুদ আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়াসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে আদালতের বাইরে ৫ নেতার মুক্তির দাবিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিভিন্ন শ্লোগান দেন।
(দিরিপোর্ট/ওএস/এমসি/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)