মায়ের পাশে শেষ শয্যা
ফেনী প্রতিনিধি : প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার ইচ্ছা অনুযায়ী মা সাজেদা বেগমের কবরের পাশে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তাকে দাফন করা হয়।
বাদ এশা ফুলগাজীর কুতুবপুরে আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, ফেনী শহরের মিজান ময়দানে বাদ মাগরিব সাংবাদিকতার পথিকৃৎ এবিএম মূসার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এবিএম মূসার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে দুপুর ২টা ৮ মিনিটে মরদেহ বহনকারী গাড়িটি ফুলগাজীর কুতুবপুরের উদ্দেশে রওনা হয়।
বুধবার বাদ মাগরিব রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন ৮৩ বছর বয়সী দেশবরেণ্য সাংবাদিক এবিএম মূসা।
(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এমএআর/সা/এপ্রিল ১০, ২০১৪)