পাকিস্তানের কয়েকটি শহরে মোবাইল ফোন সেবা বন্ধ
দিরিপোর্ট ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে নাশকতার আশঙ্কায় পাকিস্তানের কয়েকটি শহরে মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে।
আশুরা পালনকালে দেশটিতে সন্ত্রাসী হামলা মোকাবেলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিন্ধু প্রদেশের প্রাদেশিক সরকারের অনুরোধে করাচি, সুক্কুর, হায়দ্রাবাদ, ঘোটকি, খাইরপুর, রোহরি ও জাকোবাবাদে মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া রাজধানী ইসলামাবাদেও মোবাইল সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
লাহোরের বেসামরিক প্রশাসনও সেসব এলাকায় মহররমের মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় মোবাইল সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এছাড়া, খাইবার পাশতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, কোহাট, দেরা ইসমাইল খানসহ কয়েকটি শহরে মোবাইল সেবা বন্ধ করে নেওয়া হয়েছে।
এদিকে, সিন্ধু প্রদেশের প্রাদেশিক সরকার মহররমের ৯ ও ১০ তারিখে মোটর সাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে। পাঞ্জাবের আইন ও স্থানীয় সরকারমন্ত্রী রানা সানাউল্লাহ খানও সেখানে ৯ ও ১০ তারিখে মোটর সাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে।
পাকিস্তানে প্রায়ই মোবাইল ফোনের সাহায্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য এর আগেও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। সূত্র: ডন।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)