কুমিল্লায় শিবিরের ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকা থেকে জামায়াত-শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি নগরীর ছাতিপট্টি এলাকায় এলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শিবিরকর্মীরা মিছিলের সামনে পড়া চকবাজার পুলিশ ফাঁড়ির একটি টহল ট্রাক ভাংচুর করে। এ সময় গাড়িতে থাকা তিন পুলিশ আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি হাবিবকে গ্রেফতার করে।
(দিরিপোর্ট২৪/এএস/এমডি/অক্টোবর ১০, ২০১৩)