ঢাবি গ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৩১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মো.আশরাফ আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।এ বছর এই ইউনিটে এক হাজার ৭৫ আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৯৬ জন আবেদন করেছে। প্রতি আসনের জন্য লড়াই করছে ৪৭ জন শিক্ষার্থী।
ইতোমধ্যে পরীক্ষার আসন-বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আসন-বিন্যাসের পাওয়া যাবে http://admission.eis.du.ac.bdএই ঠিকানায়। এছাড়াও গ্রামীণফোন ছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকেও আসন-বিন্যাস দেখা যাবে। এ ক্ষেত্রে DUGARoll no লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষার্থীসহ সংশিষ্ট সকলের পরীক্ষার হলে মোবাইল ফোন ও যে কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন ক্যালকুলেটর, আই পড ইত্যাদি) বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানিয়েছেন ক ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর ও চ ইউনিটের পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে
(দিরিপোর্ট/জেএইস/এপি/এমডি/নভেম্বর ১৪, ২০১৩)