দিরিপোর্ট ডেস্ক: ভালোবাসার নিদর্শনস্বরূপ স্ত্রী কিংবা প্রেমিকাকে মূল্যবান উপহার দেয়ার নজির কম নেই। তবে হবু স্ত্রীকে নগদ ৮৮ লাখ ৮০ হাজার ইউয়ান উপহার দিয়ে চমক সৃষ্টি করলেন এক চীনা তরুণ। খবর এএফপির।

এই যুগলের দুইজনের পরিবারই খুব ধনী। তারা পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের বাসিন্দা। ওই প্রদেশের কোনো কোনো এলাকায় বিয়ের আগে স্ত্রীকে উপহার দেয়ার রেওয়াজ আছে।

৮৮ লাখ ৮০ হাজার ইউয়ান উপহার দেয়ার কারণ হচ্ছে চীনে ‘আট’ সংখ্যাটির মানে ‘সম্পদ’। তাই স্ত্রীকে এই পরিমান অর্থ দিয়েছেন ওই তরুণ।

সবগুলো ইউয়ানের ওজন হয়েছিল ২২৪ পাউন্ড। ১৮ জন এইসব ইউয়ান কনের বাড়ি পৌঁছে দিয়েছে বলে সাংহাইয়ের একটি দৈনিক সংবাদপত্র জানিয়েছে।

এদিকে, হবু স্ত্রীকে বিপুল পরিমাণ নগদ অর্থ দেয়াকে চীনের মতো উন্নয়নশীল দেশে সম্পদের অপচয় বলে মনে করছেন অনেকে। চীনের অর্থনীতির চাকা কয়েক দশক ধরে সচল থাকলেও এখনো অনেক মানুষ দরিদ্র জীবনযাপন করে। তাই এই ঘটনায় অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ঘটনার বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে।

চীনের জনপ্রিয় খুদে ব্লগিং সাইট ওয়েবিগোতে এক ব্যক্তি লিখেছেন, ‘এটা বিয়ে করা নয়, অর্থের বিনিময়ে স্ত্রী কেনা। তারা যদি সত্যিই একে অপরকে ভালোবাসে, তাহলে তাদের এ ধরনের অপচয় করার কোনো প্রয়োজন নেই।’

(দিরিপোর্ট/কেএন/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)