চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গ্রেফতার ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের চাঁন্দগাও থানার শমসেরপাড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু (৩৫) ও তার সহযোগীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় টেম্পুকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
চাঁন্দগাও থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, টেম্পু শমসেরপাড়া এলাকায় নিজ আস্তানায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই আস্তানা ঘিরে ফেললে টেম্পু ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় টেম্পুকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় টেম্পুর অন্য সন্ত্রাসী সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।
তিনি আরও জানান, টেম্পু নগর পুলিশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/শাহ/এপ্রিল ১১, ২০১৪)