চট্টগ্রামে থাইল্যান্ডের ট্রলারসহ ৮ নাবিক আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে থাইল্যান্ডের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারের আট নাবিককে আটক করা হয়।
এফভি নাননাভি নামে ফিশিং ট্রলারটি বৃহস্পতিবার রাত ১টার দিকে আটক করা হয়।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন জানান, ফিশিং ট্রলারটি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় আটক করা হয়।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/শাহ/এপ্রিল ১১, ২০১৪)