সুনামগঞ্জে তিন শিক্ষক বরখাস্ত
সুনামগঞ্জসংবাদদাতা : সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত ও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা শিক্ষা অফিস।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্ত শিক্ষকদের কাছে বৃহস্পতিবার সকালে বরখাস্তের আদেশের নোটিশ
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- জেলার দোয়ারাবাজার উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাজনীন সুলতানা, সাহেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক কামরুন নাহার, হরিপদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনিলকান্তি সরকার।
অপরদিকে মামলার আসামিরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ও শিক্ষিকা সুমিত্রা পুরকায়স্থ, উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জয়া রানী দাস।
অভিযুক্ত ছয়জন ২০১১ সাল থেকে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষকদের বারবার চিঠি দেওয়া হয়েছিল। তারপরেও বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তিনজনকে বরখাস্ত করাসহ অপর তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
(দিরিপোর্ট২৪/আরএআর/এফএস/এএস/নভেম্বর ১৪, ২০১৩)