চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে এরশাদ অনুসারীদের পাল্টা অবস্থানে পণ্ড হয়ে গেছে কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মী সম্মেলন।

নগরীর মুসলিম হলে শুক্রবার দুপুর ৩টায় সংগঠনের মহানগর শাখার কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু মুসলিম হলের পাশে শহীদ মিনার এলাকায় এরশাদ অনুসারীরা পাল্টা সমাবেশের ডাক দিলে পুলিশ কাউকেই সমাবেশ করতে দেয়নি।

কাজী জাফর সমর্থিত জাতীয় পার্টির নেতা হাসান মসহুদ জানান, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করেছিলাম। পুলিশ আমাদের কাউকে সম্মেলনস্থলে প্রবেশ করতে দেয়নি।

এদিকে, মহানগর জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি সোলাইমান আলম শেঠের নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনারে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই সমাবেশ করতে যারাই এসেছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/এনআই/এপ্রিল ১১, ২০১৪)