বগুড়ায় বিজিবি মোতায়েন
বগুড়া সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায় প্রদানকে কেন্দ্র করে বগুড়ায় বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তারেক রহমানের অর্থপাচার মামলার রায় রবিবার প্রদান করা হবে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় প্রকাশের আগে এবং পরে বগুড়ায় ব্যাপক নাশকতা হতে পারে- এমন তথ্য পাওয়ায় পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা শহর, মহাসড়ক ছাড়াও বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবেন বিজিবি সদস্যরা।
এদিকে শনিবার দিনভর বগুড়া শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, বিভন্ন মামলার আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৭, ২০১৩)