চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরে ইতি (২৫) নামে এক পোশাকশ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টার দিকে নগরের বেলখান মসজিদ কলোনির ভাড়া বাসা থেকে ইতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহত ইতির স্বামী রবি আলমকে আটক করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ইতির স্বামী মাদকাসক্ত। শুক্রবার গভীর রাতে তিনি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইতি বাকলিয়ার তুলাতলী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/শাহ/এপ্রিল ১২, ২০১৪)