চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে হেফাজতে ইসলামের দুই দিনব্যাপী রেসালাত সম্মেলন শেষ হচ্ছে শনিবার।

এদিন বিকেল ৩টায় লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে সম্মেলনের শেষপর্ব।

শুক্রবার সম্মেলনের প্রথমপর্ব সুষ্ঠুভাবে শেষ হওয়ায় শনিবারের শেষপর্ব নিয়ে আর কোনো আশঙ্কা নেই বলে মনে করছে পুলিশ। তারপরও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

সম্মেলনে আসা হেফাজতের অধিকাংশ নেতাকর্মী লালদীঘি ময়দানে রাত কাটিয়েছেন।

এদিকে শেষপর্বে প্রথম দিনের তুলনায় বেশি লোক সমাগম হবে বলে আশা করছেন হেফাজতের নেতারা।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, সম্মেলনের প্রথমপর্ব সফল হয়েছে। প্রথমপর্বের তুলনায় শেষপর্বে লোক সমাগম দ্বিগুণ হবে বলে আশা করছেন তিনি।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, সম্মেলনকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/এজেড/এপ্রিল ১২, ২০১৪)