দিরিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিসভার রবিবারের বৈঠকে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের উপস্থিত হননি। মহাজোট ছাড়তে এরশাদের ঘোষণার একদিন পরই মন্ত্রিসভা বৈঠকে অংশগ্রহণ থেকে বিরত থাকলেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ১০টা ৫৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশী দিরিপোর্টকে বলেন, স্যার (জিএম কাদের) মন্ত্রিসভা বৈঠকে যোগ দেবেন না বলে আমাদের জানিয়েছেন। বৈঠকের ফোল্ডারও ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার এক অনুষ্ঠানে নির্বাচনের আগে নতুন জোট গঠনের ঘোষণা দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা আর মহাজোটে নেই। আমাদের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, যিনি মহাজোট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। জিএম কাদেরও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য গত সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা। এর আগে গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সকল সদস্যকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন। তখন থেকেই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। একপক্ষ বলছেন বিষয়টি সংবিধান পরিপন্থী, পদত্যাগপত্র জমা দেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের পদ শূন্য হয়ে গেছে। তাদের আর কাজ করার অধিকার নেই। আরেকপক্ষ বলছেন সংবিধান মেনেই এটি করা হচ্ছে।

পদত্যাগপত্র জমা দেওয়া বর্তমান সদস্যদের নিয়েই রবিবারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি বর্তমান মহাজোট সরকারের ২২৬তম বৈঠক বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

(দ্যরিপোর্ট/আরএমএম/এপি/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)