দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে ফের কারফিউ জারি করা হয়েছে। শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ১টা পর্যন্ত কারফিউ শিথিলের পর রবিবার রাত ১টা থেকে ফের কারফিউ জারি করা হয়।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা ও শুক্রবারের নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানকে সামনে রেখে সেখানে ফের কারফিউ জারি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাওয়ালপিন্ডির নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রাদেশিক রাজধানী লাহোর থেকে পাঁচ হাজার পুলিশ আনা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাওয়ালপিন্ডির বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকারের কর্মকর্তা শোয়েব বিন আজিজ জানিয়েছেন।

এদিকে, রাজধানী ইসলামাবাদে মোবাইল ফোন সেবা বন্ধ রয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুর দুইটার সময় মোবাইল ফোন সেবা ফের চালু হবে। রাওয়ালপিন্ডিতে রবিবার বিকেলে পর্যন্ত মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হবে।

পবিত্র আশুরা উপলক্ষ্যে শুক্রবার শোক মিছিল রাজাবাজার এলাকার একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় শিয়া-সুন্নি সম্প্রদায়ের সহিংসতা শুরু হয়। এসময় গোলাগুলিও ঘটনাও ঘটে। এ সংঘাতে অন্তত নয়জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।

এসময় রাজাবাজারের কাপড়ের দোকান ও নিকটস্থ একটি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সূত্র: ডন।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)