১৮ দলের কালো পতাকা মিছিল সোমবার
দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : পদত্যাগী মন্ত্রীদের দায়িত্ব পালন প্রজাতন্ত্রের সংবিধানের গুরুতর লঙ্ঘন- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীসহ সকল জেলা ও মহানগরে সোমবার কালোপতাকা মিছিল করবে ১৮ দলীয় জোট।
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন্। কর্মসূচি পালন করা হবে ১৮ দলীয় জোটের ব্যানারে।
রিজভী বলেন, মহাজোট সরকারের রাজনৈতিক মতাদর্শ হলো গণতন্ত্রের মূলনীতি বিরোধী। তাই অর্থবহ সংলাপের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগ্রহ নেই ক্ষমতাসীনদের। শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রকে এখন ফ্যাসিবাদী রূপ দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্যমান ফ্যাসিস্ট শাসনের পরিবর্তন ছাড়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র টিকে থাকার সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, যুবলীগ, ছাত্রলীগকর্মীরা পুলিশের পোশাক পরে নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। নেতাকর্মীদের বাসায় এইসব হামলারও প্রতিবাদ জানান তিনি।
(দিরিপোর্ট /এমএইচ/এপি/এইচএসএম/নভেম্বর ১৭, ২০১৩)