ইউনাইটেড এয়ারের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
দিরিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত (জুলাই-সেপ্টেম্বর ’১৩) প্রথম প্রান্তিকে ইউনাইটেড এয়ারের কর-পরবর্তী মুনাফা ২১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। আগের বছর একই সময়ে এ কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৩৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ছিল ০.৭০ টাকা।
২০১৩ সালের জন্য প্রস্তাবিত ১২ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির ইপিএস হবে ০.৩৮ টাকা। একই হিসাবে আগের বছরের একই সময়ে ইপিএস হবে ০.৬২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
(দিরিপোর্ট/কেএইচ/এএস/নভেম্বর ১৭, ২০১৩)