চট্টগ্রাম অফিস : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইতিহাস দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘ইতিহাস নিয়ে ছিনিমিনি খেললে তারাই আগামীতে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’

রবিবার দুপুরে আকস্মিক চট্টগ্রামের বিআরটিএ সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতির জনককে নিয়ে বির্তক সৃষ্টি করে বিএনপি ফায়দা নিতে চায়। তারেকের আবোল-তাবোল এ সব বক্তব্যের বিরুদ্ধে সরকার আইনগত পদক্ষেপ নেবে।’

তারেক রহমানকে উদ্দেশ্ করে তিনি বলেন, ‘জেলে যাওয়ার সাহস নেই দেখেই দেশের মাটিতে না এসে বিদেশের মাটিতে বসে নানান কথা বলছে সে।’

এর আগে যোগাযোগমন্ত্রী কদমতলী এলাকায় বিআরটিসি টার্মিনালে প্রধানমন্ত্রীর দেওয়া তিনটি বাস হস্তান্তর করেন বান্দরবানের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে।

এদিকে অনিয়মের অভিযোগে বিআরটিএ’র চার কর্মচারী-কর্মকর্তাকে বদলি এবং একজনকে অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এনআই/এপ্রিল ১৩, ২০১৪)