‘এই রায়ের মধ্য দিয়ে সরকার পতনের সূচনা হয়েছে’
দিরিপোর্ট প্রতিবেদক : তারেক রহমানের মামলার রায়ের মধ্য দিয়ে সরকার পতনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে অনুষ্ঠিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ওসমান ফারুক বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল, তা আজ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই এ রায়ের মধ্য দিয়ে সরকার পতনের সূচনা হয়েছে।
দেশ আজ কারাগারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কারাগারগুলো বন্দি দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। কিন্তু এদের বেশিরভাগই নিরাপরাধ যুবক। সরকার আইনশৃঙ্খলার নামে নিরাপরাধ যুবকদের হয়রানি করছে। বর্তমান সরকার স্মরণকালের নিকৃষ্ট, মানবতা লঙ্ঘনকারী ও অত্যাচারী সরকার।
বর্তমান আন্দোলনকে স্বৈরাচারী সরকার থেকে মুক্তির সংগ্রাম মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে একটি অসাংবিধানিক সরকার ব্যবস্থা চালাচ্ছে। বর্তমান সরকার একটি অবৈধ ও অনৈতিক সরকারের জারজ সন্তান। যারা পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে রাস্তায় বের হয়ে আন্দোলন করতে পারবে না, তারা কখনো নেতা হতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক এই শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থানের দিকে যাচ্ছি। তাই নেতাদের প্রতীক্ষায় থাকলে হবে না। যে যেখানেই থাকি, সেখান থেকেই আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই আমরা জিয়ার সৈনিক হিসেবে নিজেকে দাবি করতে পারবো।
নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না মন্তব্য করে তিনি বলেন, এতে পশ্চিমা দেশগুলো আমাদের নির্বাচন গ্রহণ করলো কী না অথবা পার্শ্ববর্তী দেশগুলো কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা স্বাধীন-সার্বভৌম সরকার চাই। এ সরকার অবৈধ তাই তাদের কোনও কথাই মানা যাবে না। এ সময় বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এবং আটক নেতাদের মুক্তির দাবি জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, খালেদা ইয়াসমিন, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, কামরুজ্জামান সেলিম, মিয়া মো. আনোয়ার প্রমুখ।
(দিরিপোর্ট/এসআর/এপি/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)