চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শহীদুল্লাহ মানিক (৪০) নামে মিনিবাসের এক যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে। মানিক বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের মৃত রওশনুজ্জামানের ছেলে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শহীদুল্লাহ মানিক সকালে মিনিবাসে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। এ সময় বাড়বকুণ্ড এলাকায় মিনিবাসটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/সা/এপ্রিল ১৩, ২০১৪)