আল্লাহর কাছে শুকরিয়া : ফখরুল
দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার একটিও সত্য নয় বলে মনে করে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। এই রায়ের ফলে প্রমাণিত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। এমনকি সরকার ও একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমান ও জিয়ার পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করেছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
গুলশানের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে রবিবার উপস্থিত সাংবাদিদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রায়ের সঙ্গে চলমান রাজনৈতিক সংকটের কোনো সম্পর্ক নেই।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান লন্ডনে চিকিৎসার জন্য অবস্থান করছেন।
প্রসঙ্গত, অর্থপাচার মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় বিশেষ জজ মোতাহার হোসেন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।
(দিরিপোর্ট/এমএইচ/এএস/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)