এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪
দুপুর ১টায় মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেফতার হওয়া মেঘলা স্বীকার করেছেন তিনি একজন দেহব্যবসায়ী। তার সঙ্গে এনামুলের অনৈতিক সম্পর্ক ছিল।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে এনামুলের সঙ্গে মেঘলার দ্বন্দ্ব চলছিল। এতে মেঘনা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এনামুলকে হত্যার উদ্দেশে তিনি স্থানীয় সন্ত্রাসী সনি, পারভেজ ও জুয়েলের সহায়তা নেন। এদের সহযোগিতায় গত ৫ অক্টোবর ভোরে মাথা ও শরীরে উপুর্যুপরি আঘাত করে এনামুলকে হত্যা করে মেঘলা।
তিনি আরো বলেন, সনি, পারভেজ ও জুয়েলের নামে রাজধানীর বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এনামুল হত্যার রহস্য উদঘাটনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(দিরিপোর্ট২৪/শুভ/এইচএসএম/অক্টোবর ১০, ২০১৩)